গেজেটেড অফিসারগণের চাকরিসংক্রান্ত তথ্যের ভিত্তিতে অডিটর অর্জিত ছুটি, ভোগকৃত ছুটি ইত্যাদি গণনা করে ছুটির হিসাব সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত নথি, গেজেটেড অডিট রেজিস্টার ইত্যাদি হালফিল করে উপস্থাপন করেন। ইউএও কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর অডিটর তা সংরক্ষণ করেন এবং প্রয়োজনে অফিসারকে এতদসংক্রান্ত প্রত্যয়নপত্র সরবরাহ করেন। বর্ণনা: ইউএও’র ক্ষেত্রে প্রযোজ্য।
নির্ধারিত ফরমে আবেদন
সেবাগ্রহীতাকে সরকারি কর্মকর্তা/কর্মচারী হতে হবে
এসআর ২১৫/রুল ২২২৫ (২). ই-কোড-III/নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯/বিধি-১৪৪, বিএসআর-১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস