Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ছুটির হিসাব সংরক্ষণ ও প্রত্যয়নপত্র প্রদান
বিস্তারিত
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

গেজেটেড অফিসারগণের চাকরিসংক্রান্ত তথ্যের ভিত্তিতে অডিটর অর্জিত ছুটি, ভোগকৃত ছুটি ইত্যাদি গণনা করে ছুটির হিসাব সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত নথি, গেজেটেড অডিট রেজিস্টার ইত্যাদি হালফিল করে উপস্থাপন করেন। ইউএও কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর অডিটর তা সংরক্ষণ করেন এবং প্রয়োজনে অফিসারকে এতদসংক্রান্ত প্রত্যয়নপত্র সরবরাহ করেন। বর্ণনা: ইউএও’র ক্ষেত্রে প্রযোজ্য।

সেবা প্রাপ্তির স্থান
সংশ্লিষ্ট সিএও, ডিসিএ, ডিএও এবং ইউএও কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. ইউএও ২. সুপার ৩. অডিটর ৪. জুনিয়র অডিটর
প্রয়োজনীয় কাগজপত্র

নির্ধারিত ফরমে আবেদন

সেবা প্রাপ্তির শর্তাবলি

সেবাগ্রহীতাকে সরকারি কর্মকর্তা/কর্মচারী হতে হবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

এসআর ২১৫/রুল ২২২৫ (২). ই-কোড-III/নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯/বিধি-১৪৪, বিএসআর-১

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
ডিভিশনাল কট্রোলার অব একাউন্টস১. সিজিএ ২. প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ৩. ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস
সেবা প্রাপ্তির সময়:১০ কর্মদিবসের মধ্যে