Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এলপিসি ইস্যু/ প্রতিস্বাক্ষরকরণ
বিস্তারিত
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বদলির আদেশ/ দায়িত্ব হস্তান্তর পত্র ইত্যাদির ভিত্তিতে অডিটর/জুনিয়র অডিটর এলপিসি তৈরি করত স্বাক্ষরের জন্য সংশ্লিষ্ট রেজিস্টার সহ ইউএও এর নিকট উপস্থাপন করেন। ইউএও কর্তৃক স্বাক্ষর হওয়ার পর মেমো নং যুক্ত করে রেজিস্টার্ড ডাক যোগে এলপিসি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করা হয়।

সেবা প্রাপ্তির স্থান
সংশ্লিষ্টসিএও,ডিসিএ, ডিএও এবং ইউএও কার্যালয়
প্রয়োজনীয় কাগজপত্র

১. বদলির আদেশ

২. দায়িত্ব হস্তান্তর পত্র

সেবা প্রাপ্তির শর্তাবলি

সেবাগ্রহীতাকেসরকারিকর্মকর্তা/কর্মচারীহতেহবে

সংশ্লিষ্ট আইন ও বিধি

অডিট কোডের এপেন্ডিক্স ৩ এর অনু. ৫

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
১. সিজিএ ২. প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ৩. ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস